Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলক্ষেত মোড় ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:২০ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:২০ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন তারা। মানবন্ধনে অধিক সংখ্যক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

অবস্থান নেয়া শিক্ষার্থীরা বলছেন, ‘চলমান পরীক্ষা নেয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে।’

ইডেন কলেজের শিক্ষার্থী নাজনীন বলেন, ‘বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মানবো না। শুধুমাত্র পরীক্ষার জন্য আমরা মেস ভাড়া নিয়ে থাকছি, এখন বলছে পরীক্ষা হবে না। আমরা পরীক্ষা দিতে চাই।’

ঢাকা কলেজের শিক্ষার্থী আদনান হোসেন বলেন, ‘আমাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন বলছে পরীক্ষা হবে না। এতদিন কি করোনা ছিল না? আমাদের এই একটা পরীক্ষা শেষ হলে চকরির পরীক্ষায় অংশ নিতে পারবো। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। আমাদের পরীক্ষা অবশ্যই নিতে হবে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং যানচলাচল বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview