Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, মার্চ ২০২১ | ১৬ ফাল্গুন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

নুসরাতের কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানালেন নিখিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৯ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৯ AM

bdmorning Image Preview


টালিউডের তারকা অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ নুসরাত জাহানের কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানিয়েছেন তার স্বামী নিখিল জৈন। তবে এই বিষয়ে এখনই কিছু বলতে চান না নিখিল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরত। নিখিল তাতে কোনদিন বাঁধা দেননি। যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে অজমির শরীফে ছুটি কাটাতে যাওয়া কোন কিছু নিয়েই কোনদিন মুখ খোলেননি নিখিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতকে নিয়ে কোন পোস্টও দেননি। বরং ভালোবাসা দিবসের দিন আকারে ইঙ্গিতে বলেছেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ নিলেন।

মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত মোটা টাকা খোরপোষ দাবি করবেন। কারণ তার অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদানপ্রদান হয়েছিল।

তবে ইনস্টাগ্রাম বলছে, নুসরাতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও তার বোন নুজহাত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন নিখিল। তাহলে কি এই বিচ্ছেদ আরও গাঢ় করবে ‘যশরত’ এর সম্পর্ক? যশের সঙ্গেই কি নতুন অধ্যায় শুরু হবে নুসরাতের? এখন সেটাই দেখার অপেক্ষা।

Bootstrap Image Preview