Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে চলমান সকল পরীক্ষা স্থগিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪২ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪২ AM

bdmorning Image Preview


শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ স্থগিত করেছে প্রশাসন। গেলো সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড.আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আজিজুর রহমান বলেন, আগামী ২৪ মে’র আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষা না নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্দেশনা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিলে তো আমাদের কিছুই করার থাকে না। উপাচার্য আদিষ্ট হয়ে নির্দেশনা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে রাবিতে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা শুরু হয়। কয়েকটি বিভাগের পরীক্ষা শেষ হলেও আইন বিভাগসহ কয়েকটি বিভাগে পরীক্ষা চলমান ছিল।

Bootstrap Image Preview