Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রী বাঁচলেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কনস্টেবল রনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৪ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৮ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


স্ত্রী সুমাইয়া বেগমকে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন রনি শেখ নামে এক পুলিশ কনস্টেবল। কিন্তু বিধি বাম, পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তার স্ত্রী বাঁচলেও না ফেরার দেশে চলে গেলেন রনি।

গেলো রবিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাধনা সিনেমা হলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রনি শেখ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রনির বাড়ি উপজেলার বালিয়াকান্দি সদর ইউপির পাইকাকান্দি গ্রামে। তিনি ঢাকা বিভাগের তেজগাঁও থানার কনস্টেবল।

স্থানীয় লোকজন জানায়, রনি ও তার স্ত্রী সুমাইয়া বেগম ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে বালিয়াকান্দি সাধনা সিনেমা হলের সামনে পৌঁছালে মোটরসাইকেলের পাশে থাকা ব্যাগ ছিঁড়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রনি পড়ে গিয়ে আহত হন।

সিনেমা হলের পাশে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা রনিকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ঘটনা জানামাত্রই তাকে উদ্ধার করি। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পৌঁছানোর আগেই রনি মারা যান।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, রনির মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview