Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২১ | ২ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি  সংঘর্ষে  নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২১ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২১ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  বাসের ড্রাইভার-হেলপারসহ  ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজ গেট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শী এবং ফায়ার সভির্সের উদ্ধার কর্মীরা জানান, ভোর  সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে বগুড়াগামী এস আর পরিবহনের সাথে রংপুর থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ড্রাইভার-হেলপারসহ ছয়জন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে।

হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে।  

Bootstrap Image Preview