Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, ডিসেম্বার ২০২১ | ১৮ অগ্রহায়ণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

সাজেক বেড়াতে যাওয়ার পথে ১৫ বছরের কিশোরকে বলাৎকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪১ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির দীঘিনালায় সাজেকগামী পর্যটক পনের বছর বয়সী এক বালককে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত জিপ সমিতির লাইনম্যান নাসির উদ্দিন ওরফে মনা পলাতক রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী বালক বাদী হয়ে থানায় মামলা করেছে নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ বলছে, ভুক্তভোগী বালক সাজেক বেড়াতে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে গতকাল (সোমবার) বিকালে দীঘিনালায় পৌঁছে। এর পর সন্ধ্যায় সে স্থানীয় বাস টার্মিনালে পরামর্শ চাইতে গিয়ে জিপ সমিতির লাইনম্যানের খপ্পরে পড়ে। ওই লাইনম্যান তাকে বলাৎকার করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। 

এ ঘটনায় আজ (মঙ্গলবার) থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী বালক পুলিশের হেফাজতে রয়েছে। আজই তার ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Bootstrap Image Preview