Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্থিরতা চরমেঃ লেবানন থেকে আজ দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৩ AM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৩ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৪৩২ জন প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তারা।

বৈরতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বৈরুতের তত্ত্বাবধানে ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ডকৃত বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি লেবাননের বাংলাদেশ দূতাবাসের জরুরি এক নোটিশে জানায়, স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়ার জন্য বিশেষ কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বরে দূতাবাসে আবেদনকারীদের মধ্যে ৪৭০ জনের ভিসা পাওয়া গেছে। তাদের আগামী ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি মোট ৬টি ফ্লাইটযোগে দেশে পাঠানো হবে।

Bootstrap Image Preview