Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিস্তা চুক্তি  নিয়ে ভারত খুব দৃঢ়ভাবে  কাজ করছে: ভারতীয়  হাইকমিশনার  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:১৩ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:১৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা। এটি শুধু কেন্দ্রীয় সরকারের  বিষয় নয়, রাজ্য সরকার এটির সঙ্গে খুব বেশি জড়িত। তবে তিস্তা নিয়ে ভারত খুব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন  বাংলাদেশে  নিযুক্ত  ভারতীয়  হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে  কূটনীতিক প্রতিবেদকদের  সংগঠনের আয়োজনে ডিক্যাব টকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের  সরকারের  সঙ্গে আলোচনা চলছে, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না।

দোরাইস্বামী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বাংলাদেশে আসবেন। এ সফর নিয়ে জ্বালানি ও রাজনৈতিক অনেক বিষয় নিয়ে কাজ হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।

বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর (বাপু) মিউজিয়াম ভারতে প্রতিষ্ঠা হয়েছে। এটি এবার বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশেও প্রতিষ্ঠা করা হবে। বেশ কিছু প্রকল্প শেষ হয়েছে আরও নতুন প্রকল্পের কাজ হচ্ছে বলে জানান তিনি।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশের উন্নতি ভারতের উন্নতি হিসেবে দেখে। কোনো ষড়যন্ত্রের তথ্যে কান দেবেন না। আমরা সবসময় পারস্পরিক উন্নতিতে বিশ্বাস করি। বাণিজ্য, মানুষের সঙ্গে মানুষের, সরকারের সঙ্গে সরকারের উন্নতি আমাদের লক্ষ্য। ভালো বন্ধুত্বকে আমরা আরও এগিয়ে নিতে চাই। আমাদের ভালো ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সম্পর্ক কতোটা শক্ত, তার ওপর।

তিনি আরও বলেন, আসল বিপদের সময় আমরা একে অন্যের সঙ্গে রয়েছি। সে কারণেই ভারত বাংলাদেশকে টিকা দিয়ে এক সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। দুই দেশের মানুষের মধ্যে ভালো সম্পর্কই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।

রোহিঙ্গা সংকট সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ও মায়ানমার দুটি আমাদের প্রতিবেশী দেশ। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরাতে রাখাইন রাজ্যের পরিবেশ তৈরিতে ভারত কাজ করে যাচ্ছে।

এছাড়া সীমান্তহত্যা বিষয়ে তিনি বলেন, সব হত্যায় বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।

শিগগিরই টুরিস্ট ভিসা চালু করা হবে জানিয়ে দোরাইস্বামী বলেন, টুরিস্ট ভিসা বাদে প্রতিদিন ১ হাজার ৬০০ ভিসা দিচ্ছে ভারত। দুই দেশের ভালো সহযোগিতা বিশ্বের জন্য উদাহরণ। দুই দেশের প্রধানমন্ত্রীসহ মিডিয়ার সকলেই এ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে।

Bootstrap Image Preview