Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘বাংলাদেশ যা আজ চিন্তা করে, যুক্তরাষ্ট্র করে তিন মাস পর’ -স্বাস্থ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৯ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নো মাস্ক নো সার্ভিস বাংলাদেশ চালু করার তিন মাস পর ইউএসএ চালু করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ আজ যা চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে যাদের সবাই ভালো আছে। দুই একজনের সমস্যা হয়েছে, এটা স্বাভাবিক। বলেন, সারাদেশে টিকা পৌঁছে গেছে। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ মানুষকে টিকা দেওয়া। ইনশাআল্লাহ এটা সম্ভব হবে। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে বেসরকারি হাসপাতালকে করোনার টিকা দেওয়াতে যুক্ত করা হবে। 

অনুষ্ঠানে সরকারের কাছে ১০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন। সংগঠনের সভাপতি এম এ মুবিন খান বলেন, করোনার এই সময়েও কিছু মানুষ ধন্যবাদ না দিয়ে সমালোচনায় ব্যস্ত।

করোনার সময় বেসরকারি হাসপাতালের উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, করোনার আগেও সরকারের পাশে ছিল, একইভাবে টিকা দেওয়ার সময়ও সরকারের পাশে থাকবে।

তিনি জানান, বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দেওয়া পাশাপাশি সরকার টিকার মূল্য নির্ধারণ করে দিলে টিকার যথাযথ মূল্য দিয়েই বেসরকারি হাসপাতাল নিতে আগ্রহী।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview