Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:২২ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:২২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


টাঙ্গাইলে বাসাইলের কাউলজানিতে অপকর্মের ছবি তুলতে গেলে সাংবাদিক এনায়েত করিম বিজয় নামের এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাউলজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোখলেছুর উপজেলার কাউলজানি হাইস্কুল পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মোখলেছুরকে গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলের কাউলজানিতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছে। গত রবিবার সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। চেয়ারম্যান এ পরিস্থিতি দেখানোর জন্য সাংবাদিক এনায়েত করিম বিজয়কে ফোন দিয়ে ডেকে নেন।

বিজয় ঘটনাস্থলে গিয়ে দেখেন, চেয়ারম্যানের লোকজন পরিবারটিকে ঘর তুলতে বাঁধা দিচ্ছে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানের পক্ষের লোকেরা উত্তেজিত হয়ে ঘর তোলার চেষ্টাকারী পরিবারটির ঘরের খুঁটিসহ অন্যান্য জিনিসপত্র ছুড়ে ফেলে। ঘটনাস্থলে চেয়ারম্যানের ডাকে গিয়ে উল্টো তার অনুসারীদের অপকর্মের ছবি তুলতে গেলে হামলার শিকার হন বিজয়। এ কারণে বাঁশ ও লাঠি দিয়ে তাকে মারধর করেন চেয়ারম্যানের সমর্থকরা। ঘটনাস্থলে একজন এসআইসহ তিনজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরে পুলিশের সহায়তায় বিজয়কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত এনায়েত করিম বিজয় বাদী হয়ে বাসাইল থানায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

Bootstrap Image Preview