Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির সুযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:১৭ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:১৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২১ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষাগত যোগ্যতা:

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।

মেডিকেল: জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।

পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ): ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।

স্টুয়ার্ড ও কুক: ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।

টোপাস: ৮ম শ্রেণি পাশ হলেই আবেদন করা যাবে এই পদে।

 

শারীরিক যোগ্যতা:

সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। এছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হলেই আবেদন করা যাবে। পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় (৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি) হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন।  আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ।

আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:পরিচালক। পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর। নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫। হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫ ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

Bootstrap Image Preview