Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১ লাখ পিস ইয়াবা উদ্ধার, নিহত দুই রোহিঙ্গা ব্যবসায়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০০ PM

bdmorning Image Preview


বান্দরবানে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিজিবি ১ লাখ পিস ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। রবিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ জোবাইর (২৮) ও দিল মোহাম্মদ (২৫)। তারা উভয়ই কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত বাসিন্দা বলে জানা যায়। পরে তাদের লাশ উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, নাইক্ষ্যংছড়ি উজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া সীমান্ত এলাকায় ইয়াবা ব্যবসায়ী জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে বিজিবি অভিযান চালালে এসময় উভয়ের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়। আহত হয় আরও ২ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী।

Bootstrap Image Preview