Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুটের টানা তিন টেস্টে সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০৪ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


শততম টেস্টে দারুণ এক সেঞ্চুরি করলেন জো রুট। এ নিয়ে টানা তিন টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি।

১৯৭ বলে ১২৮ রানের ইনিংসটি ১৪ চার ও এক ছক্কায় সাজিয়েছে রুট। অধিনায়ককে সঙ্গ দিয়েছেন ডম সিবলি। তাদের ২০০ রানের জুটি ভারতের মাটিতে তৃতীয় উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। এ জুটিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড পেয়েছে শক্ত ভিত।

ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৬৩ রান করেছে ইংল্যান্ড।

ভারতেও দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহদের সামলেছেন দারুণ দক্ষতায়। শাহবাজ নাদিম, ওয়াশিংটন সুন্দরদের খেলেছেন অনায়াসে। দিনের শেষ দিকে ছক্কায় ওড়ান রবিচন্দ্রন অশ্বিনকে। 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টায় এগোতে থাকেন রুট-সিবলি। ইনিংসের শুরুতে অল্পের জন্য রান আউটের হাত থেকে বাঁচেন রুট। ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৬৪ বলে স্পর্শ করেন ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে পঞ্চম ও দেশটিতে দ্বিতীয়। তার ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

Bootstrap Image Preview