Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিসির সেরার তালিকায় স্থান করে নিয়েছেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫০ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


নতুন বছরের প্রতি মাসের পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের পুরস্কার দেয়া হবে। এমন ঘোষণা আগেই দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যেখানে জায়গা করে নিয়েছেন ভারতের ঋষভ পন্থ, ইংল্যান্ডের জো রুট এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের নায়ক ছিলেন পন্থ। ২৩ বছরের বয়সী এই উইকেট রক্ষক ব্যাটসম্যান সিডনিতে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ব্রিসবেনে ৮৯ রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দেন।

এদিকে শ্রীলঙ্কাকে নিজেদের মাটিতে ওয়াইটওয়াশের লজ্জা দেয় জো রুট নেতৃত্বাধীন ইংল্যান্ড। ২২৮ ও ১৮৬ রানের অসাধারণ দুটি ইনিংস খেলেন অধিনায়ক নিজেই।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ও আফগানিস্তানের বিরুদ্ধে তিনটে ওয়ানডে খেলেন পল স্টার্লিং। পাঁচ ম্যাচে তিনটি সেঞ্চুরি তুলে নেন আইরিশ ওপেনার।

এদিকে নারী ক্রিকেটারদের মধ্যে জানুয়ারির সেরাদের তালিকায় জায়গা হয়েছে পাকিস্তানের ডায়ানা বেগ এবং দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল, মারিজেন কাপ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয় পাকিস্তান নারী দল। ওয়ানডে সিরিজে ৯টি উইকেট তুলেন ডায়ানা। সাত উইকেট তুলে প্রোটিয়াদের সিরিজ জয় করিয়েছেন শাবনিম। অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট তুলেছেন তিনি। শাবনিমের সঙ্গে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে খেলে মারিজেন ১১৫ রান ও তিনটে উইকেটও নিয়েছেন।

সেরাদের বেছে নিতে দিতে হবে ভোট। সাবেক ক্রিকেটার, সিনিয়র সাংবাদিক, আইসিসি হল অফ ফেমে থাকা ক্রিকেটার ও সম্প্রচারকারী চ্যানেলে দেয়া ভোটে জয়ী ঘোষণা করা হবে।

Bootstrap Image Preview