Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যমজ ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যমজ বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২১, ১১:২১ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২১, ১১:২১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


পিরোজপুরের যমজ দুই ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বরিশালের যমজ দুই বোন। বরিশাল নগরীর নাজিরমহল্লা এলাকায় সোমবার মধ্য রাতে যমজ বোনের সঙ্গে পিরোজপুরের যমজ ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। এভাবে জোড়া মিলিয়ে সনাতন রীতিতে একইসময়ে তাদের বিয়ে হওয়ায় বিষয়টি শহরজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টায় নগরীর নাজির মহল্লা এলাকায় এই বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিয়ে দেখতে অনুষ্ঠানে ভিড় জমায় বরিশালের বিভিন্ন এলাকার মানুষ।

মেয়ের পরিবার জানায়, বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের দুই মেয়ে সোনালী কর্মকার সোনা ও রূপালী কর্মকার রূপা। এরা দুজনই যমজ। সোনালী বড় এবং ছোট রূপালী।

ছেলের পরিবার জানায়, পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাটের স্বর্ণের পৃথক দোকানী এবং স্বর্ণকার ও স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার এবং কাজল কর্মকার। এরাও যমজ,এদের মধ্যে সজল বড় ও কাজল ছোট।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকমাস আগে সম্বন্ধ দেখাদেখির মাধ্যমে তাদের বিয়ে পাকাপাকি হয়। আর সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ। যা সুষ্ঠুভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমেই শেষ হয়েছে।

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে এমন খবর শুনে নগরীর ভাটিখানা থেকে বিয়ে অনুষ্ঠান দেখতে যাওয়া রতন ঢালী জানান, দাওয়াত নেই তবুও উৎসুক হয়ে এসেছি বিয়েটি দেখতে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে। ভালোই লাগছে।

এদিকে এই দুই নবদম্পতি যাতে সুখী হয় সেই জন্য দোয়া ও প্রার্থনার কথা জানিয়েছেন স্বজনরা।

Bootstrap Image Preview