Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ১২:১১ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২১, ১২:১১ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ছাতকে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যকমের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্র কালীবাড়ি প্রাঙ্গনে এসব নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রত্যেক শিক্ষার্থীকে ২টি নতুন বই, ৪টি খাতা, ৫টি পেন্সিল, রঙ্গিন কাগজ, আর্ট পেপার, রং পেন্সিলসহ শিক্ষা উপকরণ বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই বিতরণী অনুষ্ঠানের অতিথি কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় রায়, মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের সদস্য অলক চৌধুরী, ডা করুনা সিন্ধু রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীবাড়ি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের কেন্দ্র শিক্ষক অর্পনা বালা ঘোষ।

বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা সাধারন ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহন করে আদর্শ মানুষ হওয়ার সুযোগ পাচ্ছে। এ প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারন ও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর ভিত মজবুত থাকবে বলে তারা মনে করেন। এ প্রকল্প চালু রাখার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

Bootstrap Image Preview