Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাড়ির ছাদে দেশীয় অস্ত্র তৈরির কারখানা, স্ত্রী আটক স্বামী পলাতক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০৪:২৭ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২১, ০৪:২৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বাড়ির ছাদে কারখানা বানিয়ে চলছিল দেশীয় অস্ত্র তৈরির কাজ। অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর নাম মেহেরুন নেসা মুক্তা। তিনি ও তার স্বামী নেজাম খান কারখানাটি চালাতেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বংশালপাড়ার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে বংশালপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে দুটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তাকে আটক করা হয়। তার স্বামী নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে তাদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা জানা যাবে।

Bootstrap Image Preview