Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রীঃ কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০৩:৫৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২১, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারই নারীবান্ধব। নারী অবমাননাকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ জানুয়ারি) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সব নারীবান্ধব কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আওয়ামী লীগও নারী অবমাননাকারীদের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, নবনিযুক্ত উপকমিটির নেতৃবৃন্দকে দলের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে রাজনীতি করতে হবে। কোনো নেতাকর্মী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বাদ দিতে হবে। ফ্রি স্টাইলে কোনো কিছুই করা যাবে না। অপকর্মের সঙ্গে জড়িত থাকলে বা অপর্কম করলে অপকর্মকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, একজন ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবে না। যদি কোনো সহযোগী বা অন্য কোনো কমিটিতে নাম থাকে, তাহলে পদত্যাগ করে আরেক কমিটিতে আসতে হবে।

Bootstrap Image Preview