Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আ’লীগের বিদ্রোহী ৪ কাউন্সিলর প্রার্থী বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১, ০৪:২৯ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২১, ০৪:২৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বান্দরবান পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৪ কাউন্সিলর প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন- ১নং ওয়ার্ড শহর শাখা যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, সংরক্ষিত মহিলা আসন ৪, ৫, ৬ বিদ্রোহী প্রার্থী মহিলা আওয়ামীলীগ পৌর শাখার সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য সালেহা বেগম, ৩নং ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী জেলা কৃষক লীগের সহ সভাপতি মহরম আলী এবং ৭নং ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক হারুন গাজী।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়- আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা সংগঠনের দলীয় শৃঙ্খলা ও নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে সংগঠনের স্বার্থ হানিকর কর্মকান্ডে জড়িত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এনে জেলা আওয়ামীলীগ জরুরী সভা করে একটি সমন্বয় কমিটি গঠন করেন। তারা বার বার কথা দিয়ে কথা না রাখায় পরবর্তী পুন: বৈঠকের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। তার প্রেক্ষিতে স্ব স্ব সংগঠন দলীয় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেছেন এবং অনুলিপি জেলা আওয়ালীগ বরাবরে প্রেরণ করেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মেয়র ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Bootstrap Image Preview