Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নারী ও শিশু নির্যাতন মুক্ত মডেল ইউনিয়ন হবে ব্রহ্মরাজপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ১১:৩৭ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২১, ১১:৩৭ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদকে নারী ও শিশুদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এনগেজ মেন অ্যান্ড বয়েজ নেটওর্য়াক-ইএমবি।

গত সোমবার (২৫ জানুয়ারি) ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।

ইএমবি নেটওর্য়াকের সদস্য সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকি যুব সংসদ এই সভার আয়োজন করে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস কর্মসূচির সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম। সভায় তথ্যচিত্র উপস্থাপন করেন প্রতীকি যুব সংসদের নির্বাহী প্রধান সোহানুর রহমান।

বক্তব্য রাখেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের ডিভিশনাল ম্যানেজার সেলিম মোল্লা, ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান প্রমূখ।

সভায় জানানো হয়, নারীর একক অংশগ্রহণের মাধ্যমে নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য দরকার সমন্বিত উদ্যোগ।

ব্র্যাক ও ইএমবি নেটওর্য়াক ‘জেন্ডার ন্যায়বিচারের প্রচার : পুরুষ ও ছেলেদের সংযুক্তিকরণের মাধ্যমে বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় টেকসই উন্নয়নের লক্ষ্য হিসেবে ৬টি জেলার ৬টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গ্রহণ করে কাজ শুরু করেছে।

Bootstrap Image Preview