Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এলাকাবাসীর কারণে বিপাকে হেফ্জখানার শিক্ষার্থীরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ১১:২৪ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২১, ১১:২৬ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


অভয়নগর নওয়াপাড়া পৌরসভার বাইপাশ সড়কের পাশে বুইকারা গরুহাটা বাইতুল সালাম জামে মসজিদের পূর্ব পাশে ময়লা আবর্জনার স্তুপ ও উওর পাশের ছাগলের ঘরের দূর্গন্ধের কারণে মসজিদের মুসল্লী, পথচারী ও হেফ্জখানার ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়েছেন। জানা যায়, তিন চার বৎসর যাবৎ এলাকাবাসীরা স্থানটিতে ময়লা আবর্জনা ফেলছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গরুহাট এলাকার সমস্ত ময়লা-আবর্জনা মসজিদের পাশে রেলওয়ের ফাঁকা জায়গায় নিয়মিত ফেলা হচ্ছে। এছাড়া মসজিদের সীমানা ওয়াল ও রেলওয়ের জায়গা অবৈধ দখল করে সেখানে ছাগলের খড় তৈরি করা হয়েছে। ফলে দু’পাশ থেকে আসা দূর্গন্ধে মসজিদের মুসল্লি-সহ হেফ্জখানার ছাত্র-ছাত্রীরা মারাত্মক হুমকীর মুখে পড়েছে।

এ বিষয়ে হেফ্জখানার শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, এলাকাবাসীদের বারবার অনুরোধ করা স্বত্বেও তারা জায়গাটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছেন। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মহসীন খান বলেন, স্থানটিতে ময়লা না ফেলতে সাইনবোর্ড দেওয়া স্বত্বেও এলাকাবাসী তা মানছেন না।

৫নং ওয়ার্ড কমিশনার মোল্যা মিজানুর রহমান বলেন, পৌরসভা থেকে পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা স্বত্বেও, এলাকাবাসীরা কেন মসজিদের পাশে ফেলছে তা আমার বোধগম্য নয়, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।

Bootstrap Image Preview