Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথক অভিযানে ১১৬৪ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ০৫:২৩ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২১, ০৫:২৩ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ১১৬৪ বোতল ফেনসিডিলসহ শাহিন (৩৫)নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার (২৫ জানুয়ারি) ভোরে শার্শার শিকারপুর সীমান্তের নারিকেল বাড়িয়া এলাকা এবং রঘুনাথপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক শাহীন রঘুনাথপুর গ্রামের ইয়ানুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে শিকারপুর সীমান্তের নারকেল বাড়িয়া গ্রামের একটি ভেড়িবাধে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে। পরে বিজিবির হাবিলদার সাহিবুর রহমান সংগীয় একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে এক হাজার ১০১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ভারত সীমান্তে পালিয়ে যায়।

অপরদিকে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ শাহীন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

শিকারপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল মালেক ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview