Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, ফেব্রুয়ারি ২০২১ | ১৬ ফাল্গুন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ৪ ফুটবলার নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ১১:৪০ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২১, ১১:৪০ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব প্রেসিডেন্টসহ ৪ ফুটবলার নিহত হয়েছেন। ব্রাজিলিয়ান কাপ নামের একটি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় টকানটিস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলটও মারা গেছেন।

ওয়াগনার নামের ওই পাইলট ছাড়া নিহত সবাই পালমাস ফুটবল ক্লাবের সঙ্গে সম্পৃক্ত। চতুর্থ টায়াররের দলটির প্রেসিডেন্ট লুকাস মেইরার সঙ্গে মৃত্যু হয়েছে ফুটবলার লুকাস প্রাজেডেস, গুলিহেরমে নো, রানুলে এবং মার্কস মলিনারির।

পালমাস এফসির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার টকানটিনিনেস এভিয়েশনের রানওয়ে থেকে ছোট এই বিমানটি ছেড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

ক্লাবটি বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, টকানটিস থেকে ৮০০ কিলোমিটার দূরে গোইয়ানিয়ায় যাওয়ার কথা ছিল বিমানটির। সোমবার কোপা ভার্দে খ্যাত ব্রাজিলিয়ান কাপে শেষ ষোলর ম্যাচে ভিলা নোভার বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল পালমাসের।

খেলোয়াড়রা আলাদা বিমানে যাত্রা করছিলেন, কারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারা। রবিবারই তাদের আইসোলেশনের শেষ দিন ছিল। বাকিরা বাণিজ্যিক বিমানে যাত্রা করেন।

Bootstrap Image Preview