Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত যুবককে বাঁচাতে ভ্যানচালকের আপ্রাণ চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ০১:০২ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২১, ০১:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে আহত হয়ে কাতরাচ্ছিলেন এক অজ্ঞাত যুবক। তার অসহায়ত্ব দেখে কেউ এগিয়ে আসেনি। তবে সব সংশয় দূর করে আহত যুবককে হাসপাতালে নেন এক ভ্যানচালক। প্রাণপণ চেষ্টার পরও অজ্ঞাত যুবককে বাঁচানো সম্ভব হয়নি। গত শনিবার রাত ৯ টার দিকে শাহবাগে হাইকোর্টের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর।

উদ্ধারকারী ভ্যানচালক আবদুর রহমান বলেন, ভ্যান চালিয়ে হাইকোর্টের সামনের সড়ক অতিক্রম করার সময় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাই। এরপর সংকটাপন্ন অবস্থায় তাকে ভ্যানে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু আহত ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খান বলেন, নিহত ব্যক্তির বাম পায়ে তিনটি ছুরিকাঘাত ও বাম হাতে আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার পরনে কালো সুয়েটার ও গ্যাবাডিন প্যান্ট ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ বলেন, এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তার পকেট ১৬ হাজার টাকাও মিলেছে।

Bootstrap Image Preview