Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ১১:৫৯ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২১, ১১:৫৯ AM

bdmorning Image Preview


নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে বিব্রত আওয়ামী লীগ। এবার এ বিষয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

ওবায়দুল কাদের বলেন, দলের জন্য বোঝা হতে চাই না কেউ। কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়। গণতান্ত্রিক চেতনায় ভিন্নমত থাকতে পারে আমাদের। এসব মত পার্থক্য আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। তবে তা অবশ্যই সাংগঠনিক পরিমণ্ডলে হতে হবে।

সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজস্ব সীমারেখা হয়েছে। কথায়, আচরণে ও বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে সবাইকে বিরত থাকতে হবে বলেও জানান। দল করতে হলে আমাদের সবাইকে দলের নিয়ম-শৃঙ্খলা তথা দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে দল করতে হবে।

Bootstrap Image Preview