Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জমির দলিলসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১, ১১:৩৬ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০২১, ১১:৩৬ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


যশোর জেলার ৮ টি উপজেলায় জমিসহ ঘর প্রদান করা হবে আগামী ২৩ জানুয়ারি ২০২১। সুবিধাভোগী ৬৬৬ জনকে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হবে আর তাই গতকাল ২১ জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবার সমূহকে জমিসহ ঘর প্রদানের উদ্যোগ নেন এবং তারই অংশ হিসাবে যশোর জেলার ৮ উপজেলায় ১ হাজার ৭৩ টি পরিবারকে জমিসহ নতুন ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্তু আগামী ২৩ জানুয়ারি প্রথম ধাপে ৬৬৬ টি পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হবে এবং বাকি ৪০৭ টি পরিবারের মাঝে অতিদ্রুত জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

প্রথম পর্যায়ে যশোর সদর উপজেলায় ২৯০ টি, মনিরামপুরে ১৯৯ টি, অভয়নগরে ৫৭ টি, কেশবপুরে ১২ টি, শার্শায় ৫০ টি, ঝিকরগাছায় ১৯ টি, চৌগাছায় ২৫টি জমিসহ ঘর প্রদান করা হবে।

Bootstrap Image Preview