Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর হাত ধরে মৌসুমের প্রথম শিরোপা জিতলো জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ০১:১৫ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২১, ০১:১৫ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাত ধরে মৌসুমের প্রথম শিরোপা জিতলো জুভেন্টাস। সুপার কোপা ইতালিয়ানার ফাইনালে নাপোলির বিপক্ষে ০-২ গোলে জয় তুলে মাঠ ছেড়েছে সাদা-কালো শিবির।

গত বুধবার (২০ জানুয়ারি) ম্যাপেই স্টেডিয়ামে একটি গোল তুলেছেন রোনালদো। অপর গোলটি আসে আলভারো মোরাতার কাছ থেকে।

প্রথমার্ধে দাপট দেখায় নাপোলি। একের পর আক্রমণ চালাতে দেখা যায় জেনারো গাট্টুসোর শিষ্যদের। পাল্টা আক্রমণ করেছে জুভেন্টাসও। যদিও বিরতির আগ পর্যন্ত কোনও পক্ষই গোল করতে সক্ষম হয়নি। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় প্রথম গোল তুলে নেন সিআর সেভেন। ফেডেরিকো বেরনারডেসচির নেয়া কর্নার থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

৮০তম মিনিটে নাপোলির কাছে সুযোগ আসে সমতায় ফেরার। যদিও লরেনজো ইনসিগনের পেনাল্টি মিস করলে উল্লাসে মেতে উঠে তুরিনের দলটি। এদিকে যোগ করা সময়ে (৯০+৫) জুয়ান কুয়ারদ্রাদোর বাড়ানো বল থেকে গোল পান স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ৩৩তম ইতালিয়ান সুপার কাপ নিজেদের করে নিলো আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।

Bootstrap Image Preview