Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০২১ | ১৩ ফাল্গুন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

একসঙ্গে তিন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সাইমন-মাহি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ১১:০৬ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২১, ১১:০৬ PM

bdmorning Image Preview


একটি বা দুটি নয়, একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। সবগুলো ছবি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন সাইমন-মাহি।

সিনেমা তিনটির নাম ‘লাইভ’, ‘নরসুন্দরী’ ও ‘গ্যাংস্টার’। এর মধ্যে শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ ও অন্য দুটি বানাবেন শামীম আহমেদ রনি।

গত সোমবার (১৮ জানুয়ারি) সাইমন-মাহি দুজনেই শাপলা মিডিয়ার তিনটি সিনেমাতে চুক্তিবদ্ধ হন। এ সময় প্রযোজক সেলিম খান, নির্মাতা শামীম আহমেদ রনি, শাহীন সুমন, সাইমন-মাহি প্রত্যেকেই উপস্থিত ছিলেন।

সাইমন সাদিক বলেন, দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান সাহেব আমাকে সন্তানের মতো ভালোবাসেন। তাদের ছবিতে আমি ও মাহি কাজ করতে যাচ্ছি। আশা করি ভালো কিছু হবে।

সিনেমার কাজ শুরু প্রসঙ্গে তিনি বলেন, তিনটি সিনেমার মধ্যে প্রথমে শুরু হবে ‘লাইভ’। বাকি দুটির কাজ হবে ধারাবাহিকভাবে। চলতি বছরেই কাজ শেষ হবে। গ্যাংস্টার সিনেমায় আমার সঙ্গে থাকবেন শান্ত খান।

প্রসঙ্গত, ‘পোড়ামন’ ছবিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি। এই জুটির প্রথম ছবিই দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ বিরতি ভেঙে ‘জান্নাত’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন এই জুটি।

Bootstrap Image Preview