Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ০৭:১৯ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২১, ০৭:১৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন জেলা জজ আদালত। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।

এ মামলার সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন পিপি জানান, বিগত ২০০৫ সালের মামলা এটি। ১৩ বছর পর রায় ঘোষণা হলো।

তিনি জানান, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুল মিয়ার (২৫) সঙ্গে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার শাহিনা বেগমের (২০) পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে বকুল তার ভাবীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় তার স্ত্রী শাহিনার সঙ্গে প্রায়ই বাকবিতণ্ড হয়। এরই একপর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার পরিবারের লোকজন মিলে শাহীনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনার দেড় মাস পর ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবী নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানি শেষে আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় প্রদান করেন। এ মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

Bootstrap Image Preview