Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গলায় ব্যান্ডেজ বেঁধে ‘মৃত্যু’র পরে ফিরে এলো জবা; ভারতীয় সিরিয়ালেই এমন কাণ্ড সম্ভব !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ১০:২৯ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২১, ১০:২৯ PM

bdmorning Image Preview


'জবা হলো অনেকটা অ্যামিবার মতো!' মানে তারা সোশ্যাল মিডিয়ায় ট্রোলকে উক্তি করে এমনটাই বলছে। এই জবা হলো ভারতীয় চ্যানেলে প্রচারিত ধারাবাহিকের জবা। যারা সিরিয়ালভক্ত তাদের জবার কথা নতুন করে বলতে হবে না।

সোশ্যাল মিডিয়ায় এভাবেই ট্রোল করা হলো ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবা সেনগুপ্তের চরিত্রকে। ধারাবাহিকে  ‘মৃত্যু’র পর সশরীরে ফিরে আসায় জবার নামের পাশে জুড়ে গেল ‘অমর’-এর তকমা। তাকে তুলনা করা হলো অ্যামিবার সঙ্গে।  সে নাকি 'সেই এককোষী প্রাণীর মতো যাকে মেরে ফেলা প্রায় অসম্ভব।'

এ ঘটনা নতুন নয়। এর আগেও জবার বোম ডিফিউজ করা, রাতারাতি পড়াশোনা শিখে উকিল এবং তারপর বিচারক হয়ে যাওয়া নিয়ে ট্রোলের বন্যা ছুটেছে।

ধারাবাহিকের ২৪ নভেম্বরের এপিসোডে দেখানো হয়, জবার জা তন্দ্রা এবং জামাই বিশান তাকে একটি শুনশান  জায়গায় নিয়ে হাড়িকাঠে চড়িয়ে বলি দেয়। কিন্তু সবাইকে অবাক করে এর পরেই জবা ফিরে আসে। গলায় শুধু একটা ব্যান্ডেজ বেঁধে সে এক্কেবারে ফিট। মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক আর কপালে ছোট্ট টিপে জবার ‘ভূত’ তাক লাগানো সুন্দরী।  

এরপর ‘খুনি’ জামাইকে জব্দ করার জন্য ছদ্মবেশ ধরে জবা। শুধু তা-ই নয়, একসঙ্গে বসে রীতিমতো কথাবার্তাও বলে তার সঙ্গে।  যদিও জবার আদৌ মৃত্যু হয়েছিল কি না সেই বিষয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। এরপর সে ফিরে আসায় বিষয়টি দর্শকদের কাছেও এখন স্পষ্ট।

ধারাবাহিকের এসব কাণ্ডকারখানা দেখেই জবাকে ‘ঝড়’-এর সঙ্গে তুলনা করেন ঝিলম গুপ্ত নামের এক নেটিজেন। ৮ মিনিটের একটি ভিডিওতে তিনি জবার বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কথা মনে করিয়ে দেন। আবার জবাকে মেরে ফেলার পর সেই রক্তমাখা দা-এর ভিডিও তার স্বামীকে হোয়াটসঅ্যাপ করায় জবার খুনিদের ‘হাইটেক’ তকমা দিলেন ঝিলম।

Bootstrap Image Preview