Bootstrap Image Preview
ঢাকা, ০৭ রবিবার, মার্চ ২০২১ | ২৩ ফাল্গুন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

গত ২৪ ঘন্টায় করোনায় ২৩ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ০৫:৫৬ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২১, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৫৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন। রবিবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮১ জন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন হয়েছে।

এর আগে শনিবার (১৬ জানুয়ারি) দেশে আরও ৫৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২১ জন।

Bootstrap Image Preview