Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্রুনাল-হার্দিকের বাবার জীবনাবসান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ১২:২৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২১, ১২:২৪ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার বাবা হিমাংশু পান্ডিয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলরাউন্ডার ভ্রাতৃদ্বয়ের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি নিতে থাকা হার্দিক বাবার মৃত্যুর সময় পরিবারের সঙ্গেই ছিলেন। অন্যদিকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নিতে জৈব-সুরক্ষা বলয়ের ছিলেন ক্রুনাল। বারোদার অধিনায়ক হিসেবে দায়িত্বরত ক্রুনাল চলমান এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আর খেলবেন না।

ভারত জাতীয় দলের দুই ক্রিকেটারের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার। অধিনায়ক বিরাট কোহলিও দুজনকে শক্ত হতে আহ্বান জানিয়েছেন।

টুইটারে শচিন লিখেছেন, ‘অত্যন্ত দুঃখিত তোমাদের বাবার মৃত্যুর খবর শুনে। তোমাদের পরিবারকে আমার সমবেদনা জানাই। এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে ঈশ্বর শক্তি প্রদান করুন।’

বিরাট লিখেছেন, ‘ক্রুনাল ও হার্দিকের বাবার মৃত্যুর খবর শুনে হৃদয় ভেঙে গেছে। তার সঙ্গে কয়েকবার কথা বলেছিলাম। খুবই আনন্দময় ও পরিপূর্ণ জীবনের মানুষ ছিলেন। তার আত্মা শান্তি পাক। তোমরা দু’জন শক্ত থাকো ক্রুনাল-হার্দিক।’

Bootstrap Image Preview