Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় শীর্ষ সন্ত্রাসী গ্রুপ সেভেন স্টারের ৬ সদস্য গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫৩ PM

bdmorning Image Preview
প্রতিকি ছবি


চাঁদাবাজির অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ সেভেন স্টার এর ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো - বেল্লাল খান, রাকিব খান টিটুল, মো. আ. হান্নান, মো. দেলোয়ার হোসেন, মো. সোহাগ ও মো. খোরশেদ আলম। 

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড ও বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, তুরাগ ও পল্টন থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মো. ওয়ালিদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত এই চাঁদাবাজ চক্রটি তিন গ্রুপে ভাগ হয়ে কাজ করতো। প্রথম গ্রুপের সদস্যরা নামিদামি ব্যক্তি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের টার্গেট করে ফোন নম্বর সংগ্রহ করে। টার্গেটকৃত নম্বরগুলো দ্বিতীয় গ্রুপের সদস্যদের কাছে পাঠায়। এই গ্রুপের সদস্যরা টার্গেটকৃত মোবাইল ও টেলিফোন নম্বরে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয় দিয়ে ফোন করে।

তিনি জানান, তাদের সংগঠনের কয়েকজন সদস্য জেলহাজতে আটক আছে, তাদের জামিন করতে ও সংগঠন পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন বলে মোটা অংকের টাকা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার অর্থ পাঠানোর জন্য বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট প্রেরণ করে। টাকা না দিলে ভিকটিমসহ তার পরিবারের সদস্যদের অপহরণ ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীরা তাদের ভয়ে বিভিন্ন সময় তাদের অ্যাকাউন্টে টাকা পাঠায়। 

আর এই চক্রের তৃতীয় গ্রুপের সদস্যরা তাদের অ্যাকাউন্টে পাঠানো টাকা সংগ্রহ করে।

উল্লেখ্য, গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের কাছে চাঁদাবাজির শিকার একজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, সেভেন স্টার গ্রুপের সদস্য মালিবাগের জিসান মাহমুদ হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ভিকটিম এই বিষয়টি গুরুত্ব না দিলে চাঁদাবাজরা তাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অপহরণ ও হত্যার হুমকি দেয়। পরে ভুক্তভোগী ভয়ে তাদের দেওয়া বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সর্বমোট ৩৫ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পর চাঁদাবাজরা তার কাছে আরও মোটা অংকের চাঁদা দাবি করে। এমন অভিযোগের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview