Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢামেকে ভর্তি রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২১, ০১:০৩ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২১, ০১:০৩ PM

bdmorning Image Preview


অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে খ্যাত সিরাজুল আলম খান (দাদা ভাই)। তাকে জরুরি বিভাগের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হানিফ টাবলু জানান, উনি (সিরাজুল ইসলাম খান) হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। গত তিনদিন যাবত ওনার ঘুম আসছিল না। তবে উনি এখন ভালো আছেন। গত রাতে হাসপাতাল আসার পর উনি ঘুমিয়েছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সিরাজুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। বোর্ডের নির্দেশনায় ওনার চিকিৎসা চলবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিরাজুল আলম খান বাসা থেকে খুব একটা বের হন না। হাঁটু এবং উরুর ব্যথার কারণে তিনি বেশিক্ষণ বসেও থাকতে পারেন না। বাসাতেও তিনি প্রায়শই কারো সহযোগিতা নিয়ে চলাফেরা করেন। লন্ডন এবং নিউইয়র্কের চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। খুব শিগগিরই তাঁর উরুতে অপারেশনের প্রয়োজন রয়েছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে প্রদাহ, মেরুদণ্ড, হাঁটু, কোমর ও কাঁধের ব্যথায় ভুগছেন সিরাজুল আলম খান। এসব চিকিৎসার জন্য তিনি কয়েক বছর ধরে লন্ডন ও নিউইয়র্কে গিয়ে থাকেন। গত বছরের শেষের দিকে সেখানকার চিকিৎসকরা তাঁর ঊরু ও হাঁটুর অপারেশনের প্রয়োজনীয়তার কথা বলেন। ব্যয়বহুল ও জটিল এ অপারেশন আমাদের দেশে সম্ভব নয়।

Bootstrap Image Preview