Bootstrap Image Preview
ঢাকা, ২৫ সোমবার, জানুয়ারী ২০২১ | ১২ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

তৃতীয় বউ ঘরে তুললেন হাবিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ১২:৩১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২১, ১২:৩১ PM

bdmorning Image Preview


তৃতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। হাবিবের স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। তিনি শোবিজের সঙ্গে জড়িত।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হাবিব ও শিফার বিয়ে হয়েছে। যদিও গ্রামের বাড়িতে থাকার কারণে সেই বিয়েতে তার বাবা ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন না।

গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) হাবিব নিজেই তার বিয়ের খবর জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া হঠাৎ একটি ঘটনা আপনাদেরকেও জানাতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমার বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)।’

স্ট্যাটাসে হাবিব আরও বলেন, বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে অস্থির সময়ের মধ্য দিয়ে যাওয়ায় বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, হাবিব ওয়াহিদ ২০০৩ সালে নিজের পছন্দে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

Bootstrap Image Preview