Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

মেয়ের মা হলেন আনুশকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ০৭:০১ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২১, ০৭:০১ PM

bdmorning Image Preview


তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মার ঘর আলো করে এসেছে নতুন অতিথি। আজ সোমবার (১১ জানুয়ারি) বিকেলে মুম্বাইতে কন্যা সন্তানের জন্ম দেন কোহলিপত্নী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

নিজের টুইটারে বাবা হওয়ার সুখবর দিয়েছেন বিরাট কোহলি। মা এবং সন্তান দু'জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে নতুন সন্তানের আগমনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি-আনুশকা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সমর্থক ও সতীর্থরা।

এর আগে অনাগত সন্তান আর স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ভারতে ফিরে আসেন তিনি। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নেন ভারতীয় অধিনায়ক। গেল আগস্টে আনুশকা গর্ভবতী হওয়ার খবর প্রথম জনসম্মুখে আসে।

২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা।

Bootstrap Image Preview