Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ০৪:৪৯ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২১, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে সফরকারীরা। করোনা কালে এই প্রথম কোন বিদেশি দল হিসেবে ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথম তিনদিন হোটেল রুমে থাকার কথা ক্যারিবীয়দের। এরপর কোভি-১৯ টেস্টের ফল নিয়ে নিজেদের মধ্য অনুশীলনের সুযোগ পাবেন তারা। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মাসব্যাপী এই সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ঢাকা ও চট্টগ্রামে হবে এই ক্রিকেট সিরিজ।

আগামী ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। দুই টেস্টের প্রথম টেস্টও চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও আসর বসবে ১১ ফেব্রুয়ারি, মিরপুরে।

করোনা মহামারির এই সময়টায় সিরিজের আয়োজন করায় ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকা ক্রিকেটার সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই কারণেই বেশ কয়েকজন নতুন ক্রিকেটার নিয়ে এই সিরিজে খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সফরে আসার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন দলটির পেসার রোমারিও শেফার্ড। করোনা শনাক্ত হওয়ায় পুরো সফর থেকে ছিটকে গেছেন তিনি। শেফার্ডের বদলে ওয়ানডে সিরিজের জন্য বার্বাডোজের খেলোয়াড় কিওন হার্ডিংয়ের নাম ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, কিওন হার্ডিং ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।

Bootstrap Image Preview