Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে থাকছে না ‘লাইক’ বাটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ০১:২৯ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২১, ০১:২৯ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ে সারাবিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সময়ের সাথে ফেসবুক ব্যবহারে অনেক পরিবর্তন আসে। এবার নতুন রূপে তৈরি হচ্ছে ফেসবুক। আর এক্ষেত্রে পাবলিক পেজে লাইক দেওয়ার কোনো বাটন থাকবে না।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যেভাবে বিভিন্ন তারকা, শিল্পী, অভিনেত্রী, ব্যবসায়ীক পেজে লাইক দেওয়ার মাধ্যমে তাদের পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, ফেসবুক নতুন করে সাজানোর পর সেই সুযোগ থাকছে না আর। তবে এমন অবস্থায় যিনি যে পেজের ফলোয়ার তিনি সেই পেজে লাইক দেওয়া না থাকার পরও সেই পেজের নিয়মিত হালনাগাদ তথ্য পাবেন।

এখন থেকে শুধুমাত্র ফেসবুকের পাবলিক পেজে কেবলমাত্র ফলোয়ার সংখ্যা দেখতে পারবেন ব্যবহারকারীরা। সকলেই নিউজ ফিডে নিজের মতামত জানাতে পারবেন। আর তারকারা সেখানেই যোগাযোগ করতে পারবেন ভক্তদের সঙ্গে।

ফেসবুক কর্তৃপক্ষ নতুন এ ব্যবহারবিধি নিয়ে বলছে, লাইক বাটন সরিয়ে দিচ্ছি আমরা। ফলোয়ারদের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা যেন প্রিয় পেজগুলোর সঙ্গে আরও দ্রুত এবং সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন সেই উদ্দেশ্যে এমন পরিবর্তন আনা হচ্ছে।

Bootstrap Image Preview