Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শুক্রবার, মার্চ ২০২১ | ২১ ফাল্গুন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

দুই প্রেমিককে নিয়ে এক তরুনীর সংসার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২১, ১০:৪৯ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২১, ১০:৪৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


এক নারীকেই মন দিয়ে দুই বন্ধু এক সাথে সংসার করছেন। গত দেড় বছর ধরে একসঙ্গে বাস করছেন।

এ ঘটনার সূত্রপাত  ২০১৯ সালে বার্সেলোনায়। সেখানেই বেড়াতে গিয়েছিলেন ৪০ বছরের দিনো এবং ৩০ বছরের সাওলো দুই বন্ধু। এক স্থানীয় পানশালায় সুন্দরী ওলগাকে দেখতে পেয়ে প্রথম দর্শনেই ওলগার প্রেমে পড়ে যান দুই বন্ধু। কিন্তু ডেটে যাওয়ার প্রস্তাব কে দেবেন? কে করবেন আত্মত্যাগ? এই প্রশ্নে দ্বিধায় পড়ে যান দু’জনে। অল্পক্ষণেই অবশ্য সেই দ্বিধা দূর হয়ে যায়।

ঠিক করেন দু’জনে একসঙ্গে সুন্দরীর সঙ্গে সময় কাটাবেন। তারপর যাঁর যাঁর ভাগ্য। হ্যাঁ, ভাগ্যের অভিসন্ধি ভিন্ন ছিল। কারণ দু’জনকেই ওলগার ভীষণ পছন্দ হয়। আর সেই থেকেই একসঙ্গে রয়েছেন তিন মূর্তি।

প্রথম দিকে পরিবার ও অন্যান্য বন্ধুবান্ধবদের বোঝাতে বিস্তর ঝামেলা পোহাতে হয়েছিল দিনো, সাওলো ও ওলগাকে। কারণ, চেনা হিসেবের বাইরের এই সমীকরণ কিছুতেই বুঝতে চাইছিলেন না তাঁরা। এখন অবশ্য প্রত্যেকেই মেনে নিয়েছেন। ভিন্নতায় অভ্যস্ত হয়ে গিয়েছেন।

এখন দিব্যি একসঙ্গে সময় কাটান তিনজন। একসঙ্গে রেস্তরাঁয় যান। সুযোগ পেলেই বেড়াতে কিংবা লং ড্রাইভে বেরিয়ে পড়েন। আর ঝামেলা? কোন সংসারে ঝামেলা হয় না? তা আবার সময় মতো মিটেও যায়। তখন প্রেম আরও বাড়ে। আর তিন মূর্তির এই প্রেম দেখে অনেকেই বলে ওঠেন, ধন্যি বন্ধুত্ব!

Bootstrap Image Preview