Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা সংক্রমণের ভয়ে পুরো বিমান ভাড়া করলেন রিচার্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২১, ০৪:৩২ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২১, ০৪:৩২ PM

bdmorning Image Preview


সারাবিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে। সকলের মধ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের আতঙ্ক পুনরায় ফিরে এসেছে। আর এই আতঙ্ক থেকে এখন অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে এর মধ্যেই নিরাপদে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য পুরো বিমান বুক করে ফেলেছেন এক ব্যক্তি।

ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় ওই ব্যক্তির নাম রিচার্ড মুলজাদি। করোনাভাইরাস মহামারির মধ্যে স্ত্রীকে নিয়ে সম্প্রতি জাকার্তা থেকে বালির দেনপাসার যাচ্ছিলেন তিনি। সেজন্য পুরো বিমান বুক করে ফেলেন রিচার্ড।

ইনস্টাগ্রামে এক পোস্টে রিচার্ড জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী শ্যালভিনে চ্যাং সারাক্ষণ করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন।

ছবিতে দেখা যাচ্ছে, ফাঁকা প্লেনে বসে রয়েছেন তিনি। ক্যাপশন লিখেছেন, ‘যতগুলো সম্ভব সিট বুক করে ফেলেছি। একটা প্রাইভেট জেট ভাড়া করার থেকে তো সস্তা হল। এটাই কৌশল, বন্ধুরা।’

তবে লায়ন এয়ার গ্রুপের যে আইডি-৬৫০২ বিমানের কথা উল্লেখ করেছেন রিচার্ড, সেটিতে তারা কেবল দু’টি টিকিটই কেটেছিলেন বলে জানিয়েছে স্থানীয় একটি ভ্রমণ পত্রিকা। বিমান সংস্থাটির সঙ্গে কথা বলে তারা এ তথ্য জানতে পেরেছে। যদিও বিলাসবহুল জীবনযাপন এবং কাড়ি কাড়ি টাকা ওড়ানোর জন্য পরিচিত রিচার্ড। সে কারণে তিনি আস্ত বিমান বুক করলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন নেটিজেনরা।

Bootstrap Image Preview