Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌরভ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২১, ১২:২০ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২১, ১২:২০ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন.

গত ২ জানুয়ারি, শনিবার  জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত হওয়ায় নিজের উদ্যোগেই হাসপাতালে ভরতি হন। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর।

ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে ছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। রাইট করোনারি আর্টারি-সহ মোট তিনটি ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়।

মঙ্গলবারই ডা. দেবী শেঠী সৌরভকে দেখতে কলকাতা আসেন। তারপরই জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়ে আগের মতোই সব কাজ করতে পারবেন। সৌরভ এতটাই সুস্থ যে তিনি চাইলে ক্রিকেট খেলতে বা ম্যারাথনেও নামতে পারেন বলেও জানিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক।

কিংবা প্লেন ওড়াতেও বাঁধা নেই তাঁর। বুধবারই বাড়ি ফেরার কথা ছিল সৌরভের। হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী ডোনা এবং মেয়ে সানা। ডিসচার্জ সার্টিফিকেটও তৈরি করে ফেলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তিনি হাসপাতাল থেকে ওইদিন বাড়ি ফিরতে সম্মত হননি।

জানা গিয়েছিল, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। ঠিক সেই মতো এদিন সকাল সাড়ে দশটার পরই হাসপাতাল থেকে বেরোন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকলকে ধন্যবাদ জানান তিনি।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর বাড়িতে একজন নার্স থাকবেন। তিনি সময়মতো ওষুধপত্র দেবেন। প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে চিকিৎসকরা যোগাযোগ রাখবেন। বাড়ি গিয়ে তাঁর শারীরিক পরিস্থিতির দেখভাল করবেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে চিকিৎসার গতিপ্রকৃতি স্থির হবে।

Bootstrap Image Preview