Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পটকা মাছ খেয়ে বাবা-মা’র মৃত্যু, হাসপাতালে ৩ মেয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২১, ০৪:৪৮ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২১, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


পটকা মাছ দিয়ে ভাত খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের তিন মেয়ে। গত বুধবার (৬ জানুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- লনা মালাকার, তার স্ত্রী সঞ্চিতা মালাকার। আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের তিন মেয়ে সীমা মালাকার, তমা মালাকার ও প্রিমা মালাকারকে।

স্থানীয়রা জানায়, লনা মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝরাতে বাড়িতেই লনা মালাকারের মৃত্যু হয়। অন্যদের বুধবার ভোরে প্রথমে ইটনা হাসপাতালে পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বুধবার সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, লনা-সঞ্চিতা দম্পতির তিন মেয়ের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Bootstrap Image Preview