Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯ বছরের মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২১, ০১:৫৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২১, ০১:৫৩ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে ইয়াকুব আলী (৩৫) নামের এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসায়। এ ঘটনায় মাদরাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী ওই লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

জানা গেছে, ঝিকরগাছা উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক ও শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী গত ২ জানুয়ারি দুপুরে মাদরাসার এক শিশু ছাত্রকে নিজের থাকার ঘরে ডেকে নেয়। পরে ৯ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি মঙ্গলবার তার পরিবারকে জানায়। এসময় শিশুটির অভিভাবক মাদরাসাপরিচালনা পর্ষদকে অবহিত করলে মাদরাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

এ ব্যাপারে কুমরী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও ইউপি সদস্য বজলু রহমান এবং গ্রামবাসী বলেন, ‘এই ঘটনা সত্য। তবে আপনারা এই বিষয়টি নিউজ করবেন না। নিউজ হলে আমাদের মাদ্রাসার দূর্নাম হবেএবং মাদ্রাসার অনুদান হয়তো বন্ধ হয়ে যেতে পারে।‘

এ বিষয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা বলেন, অপরাধী শিক্ষকের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview