Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনা আক্রান্ত উপস্থাপক ল্যারি কিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২১, ০৯:৩০ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২১, ০৯:৩০ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও প্রবীণ টক শো উপস্থাপক ল্যারি কিং।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

রবিবার (৩ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন। তবে ৮৭ বছর বয়সি এই প্রবীণ টক শো হোস্টের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সিডারস সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন টক শো'র বিখ্যাত এই তারকা। 

ল্যারি কিং দীর্ঘদিন ধরে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার এবং এনজাইনাসহ নানা রোগে ভুগছেন। তার বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিলো।

১৯৭০ এর দশকে বাণিজ্যিক নেটওয়ার্ক মিচুয়াল ব্রডকাস্টিং সিস্টেমে তার রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ এর মাধ্যমে কিং খ্যাতিমান হয়ে ওঠেন।

তিনি ২৫ বছর ধরে সিএনএন-র ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। কিং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তবে নিজের ওয়েবসাইটে সঞ্চালনার কাজ চালিয়ে যান। এরপর ২০১২ সালে তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাও’ হোস্টিং শুরু করেন।

Bootstrap Image Preview