Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবার ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের টিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২১, ০৯:২১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০২১, ১১:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতে অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে   ছাড়পত্র দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে,ভারতে টিকার অনুমোদনের খবরটি প্রকাশ পায়। 
শনিবার (২ জানুয়ারি) থেকেই শুরু হতে যাচ্ছে  করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন দিল্লিতে শুরু হওয়া পরীক্ষামূলক প্রয়োগের উপর নজর রাখবেন । 

পরীক্ষামূলক ভাবে দেশে করোনা টিকা প্রয়োগ আগেই শুরু হয়েছিল। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হল। এরপর এটিকে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, ‘ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া’র কাছে পাঠানো হবে, বলে প্রতিবেদনে জানা গেছে। 

বিশেষজ্ঞ প্যানেলের সামনে দুই টিকা নির্মাতা সংস্থাই তাদের প্রস্তাবনা স্পষ্ট করে বুধবার। আরও সময় চাওয়া হয়  ফাইজারের পক্ষ থেকে। একবার কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ছাড়পত্র পেলে পরের মাস থেকেই সরকার দেশে করোনা টিকা দেওয়ার কাজ শুরু করতে চায় বলেও প্রতিবেদনে জানানো হয়।

Bootstrap Image Preview