Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে ২২ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৫৩ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৫৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বঙ্গোপসাগরে ১৮ জন জেলেসহএফবি আল-হাসান নামের একটি মাছধরার ট্রলার ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ট্রলারটি নিখোঁজ হয়।

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ জেলেরা হলেন - কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মুসুল্লীয়াবাদ গ্রামের ট্রলার মাঝি মো. নজরুল ইসলাম (৬৪), মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের আল-আমিন (২১), বরগুনা জেলার তালতলী উপজেলার ছোট বগি এলাকার শাকিল (১৪), শামিম (৩৮), তোফাজ্জেল হোসেন ফকির (৫২), রমজান তালুকদার (৫০), শাহ আলম (৪০), আজিজ (৪৩), খলিল (৩৯), হোচেন (৩৮) এবং লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন এলাকার হাফিজুল্লাহ (৫০), কাশেম (৫০), ইউসুফ (৪২), বাবুল (৪২), আবুল কাশেম (৪২), কবির হোসেন (৪২), বাবলু (৪২) ও শ্রী জগন্নাথ (৪৮)।

নিখোঁজ ট্রলারের মালিক হানিফ খলিফা জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই ট্রলারটি মৎস্য বন্দর মহিপুরঘাট থেকে গভীর সমুদ্রে যায়। এরপর থেকে কোনও জেলের সঙ্গে ট্রলারের মালিক ও স্বজনরা যোগাযোগ করতে পারিনি। 

ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ভারত বা মায়ানমার ভেসে যেতে পারে, অথবা ডাকাতের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ট্রলার মালিক।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

Bootstrap Image Preview