Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিরঝিলে প্রবেশ নিষেধ, বিকেল ৫ টার পর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০৩:১২ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০, ০৩:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নতুন বছর উদযাপনে করোনা পরিস্থিতি মাথায় রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজধানীর হাতিরঝিলে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হবে নির্দেশনা অনুযায়ী। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ তথ্যটি নিশ্চিত করে। 

‘হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় বসবাসকারীদের সহায়তাও কামনা করছেন," বলেন ওসি আব্দুর রশিদ। 

তিনি বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।’

নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার’ অনুরোধও করেন ওসি আব্দুর রশিদ।

Bootstrap Image Preview