Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্তঃ শিক্ষামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০২:২১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০, ০২:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে জানান, জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হবে। 

বৃহস্পতিবার সকালে বই উৎসব শুরু হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বই উৎসবের উদ্বোধন করেন ধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার  ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই অর্থবছরে এমপিওভুক্ত করা সম্ভব হবে না। আগামী জুনের পর বিষয়টি চলে যাবে। তবে আবেদন নেয়া শুরু করতে পারবো।

মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। 

 

Bootstrap Image Preview