Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির শর্তটি স্থগিত করেছে হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০২:০৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০২:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শিক্ষা মন্ত্রণালয়ের  দেয়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১১ বছর বয়সের  শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট। ১০ বছরের উর্ধ্বে যে কেউ ভর্তি হতে পারবে বলে জানিয়েছে আদালত। 

মঙ্গলবার অভিভাবকের করা একটি রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। একইসাথে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর কথাও জানান হাইকোর্ট।

শিক্ষা মন্ত্রণালয় এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলেন না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশে মঙ্গলবার হাইকোর্টে স্থগিত হলো।

Bootstrap Image Preview