Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামিন পেলেননা ডা. সাবরিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জেকেজি হেলথকেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেনকে করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের মামলায় জামিন দেননি হাইকোর্ট।

সোমবার  জামিন চেয়ে আবেদন করেছিলেন সাবরিনা। মঙ্গলবার সকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেবেন না বলে জানান।  

এর আগে দুই দফা হাইকোর্টে জামিন চেয়েছিলেন সাবরিনা। দুই দফাতেই খারিজ হয়ে যায়। পরে তার আইনজীবীরা জামিন আবেদনটি ফেরত নেন। 

সাবরিনার মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ অবস্থায় আসামিকে জামিন দেওয়া যায় না বলেও মন্তব্য করেন হাইকোর্ট বেঞ্চ। 

গত ২০ আগস্ট একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। গত ৫ আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। এই মামলার অভিযোগপত্রে সাবরিনা ও আরিফুলকে জালিয়াতি ও প্রতারণার মূলহোতা ও বাকি ছয় জনকে অপরাধে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়।

জেকেজি’র নাম রয়েছে করোনার ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে অভিযোগপত্রে। 
 

Bootstrap Image Preview